‘চোকার্স’ প্রোটিয়াদের কাঁদিয়ে ১৭ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন ভারত
-2024-06-30-00-08-18.png)
তীরে এসে তরী ডোবাতে ওস্তাদ তারা। নকআউট ম্যাচে ভেঙে পড়ার অভ্যাসের জন্য নামের সঙ্গে যুক্ত হয়েছে চোকার্স তকমা। তবে এবারের বিশ্বকাপে ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছিল দক্ষিণ আফ্রিকা। ফাইনালেও ভারতকে এক পর্যায়ে কোণঠাসা করে ফেলেছিল তারা। কিন্তু জাসপ্রীত বুমরাহ হাজির হলেন হন্তারক হয়ে। প্রোটিয়াদের আরও একবার স্বপ্নভঙ্গের বেদনায় পুড়িয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন হলো ভারত।
শনিবার (২৯ জুন) ব্রিজটাউনের কেনসিংটন ওভারে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত।
এদিন টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে ভারত। জবাবে এক পর্যায়ে ম্যাচ নিজেদের হাতের মুঠোয় নিয়ে এলেও স্নায়ুচাপে ভেঙে পড়ে ম্যাচ হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করতে পারে তারা।
শেষ চার ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য দরকার ছিল মোটে ২৬ রান। কিন্তু বুমরাহর করা ১৮তম ওভারে মাত্র ২ রান সংগ্রহ করতে পারে দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে আর রান-বলের ব্যবধান ঘুচাতে পারেনি প্রোটিয়ারা। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই শিরোপা জিতেছিল ভারত। ১৭ বছর পর দ্বিতীয় শিরোপা জিতল তারা।