ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


ফাইনাল শুরুর আগে রোজা রাখছেন, প্রার্থনা করছেন ভারতীয়রা


২৯ জুন ২০২৪ ২০:৩৪

ছবি: সংগৃহীত

গত ১১ বছর আইসিসির কোনো শিরোপা জিততে না পারা ভারত দল আরেকটি ফাইনালে নামছে। সামনে অতীতে অনেকবার সেমিফাইনালে পথহারা সাউথ আফ্রিকা। ফাইনাল শেষেই কেবল বলা যাবে শিরোপা ভারতের নাকি ইতিহাস গড়বে প্রোটিয়া দল। তার আগে দেখা যাক ভারতীয় সমর্থকরা কী করছে।

ম্যাচের আগে সাদ মাজেদ নামের এক ভারতীয় সমর্থক সংবাদ মাধ্যমে বলেছেন, ‘আমার ঠোঁটে একটি প্রার্থনা, আমি আশা করি দল রাহুল দ্রাবিড়ের জন্য শিরোপা জিতবে।’

 

‘রোহিত সেরা ফর্মে আছেন এবং আমি নিশ্চিত যে তার কাছ থেকে একটি ভালো ইনিংস দলকে একটি স্মরণীয় জয়ের দিকে নিয়ে যাবে। এটা আমাদের আগের শিরোপা হারের ব্যথা ভুলে যেতে সাহায্য করবে।’

প্রত্যাশার কথা বলেছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার অভিমত, ‘রোহিত শর্মাকে নিয়ে আমি দারুণ খুশি। জীবনের দারুণ একটি চক্র আছে। ছয়মাস আগেও রোহিত মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিল না। এখন অপরাজিত থেকে বিশ্বকাপের ফাইনাল খেলছে।’

‘সে সাধারণ একজন মানুষ এবং আমি মনেপ্রাণে দোয়া করছি ফাইনালে জিতুক।’

 

সুমিত দাগার নামের আরেক সমর্থক দিল্লি থেকে বলেছেন, ‘সকাল থেকে আমি রোজা রাখছি এবং আজকে সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের জয়ের পরই খাওয়া দাওয়া করব। হারের কোনো সুযোগই আমি দেখছি না।’