ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক ব্রায়ন বুথ আর নেই


২০ মে ২০২৩ ২০:৫৮

অস্ট্রেলিয়ার ৩১তম পুরুষ টেস্ট দলের অধিনায়ক ব্রায়ান বুথ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯।

তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হকলি।

অজিদের জার্সিতে ১৯৬১ সালে তার অভিষেক হয়েছিল। এর আগে, ১৯৫৬ সাল পর্যন্ত মেলবোর্ন অলিম্পিকে অজিদের প্রতিনিধিত্ব করার কীর্তি আছে তার।

অজিদের হয়ে ২৯টি টেস্ট ম্যাচে খেলেছেন বুথ। এর মধ্যে পাঁচটি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। আর টেস্টে ১ হাজার ৭৭৩ রান করেছেন তিনি।

ক্রিকেটে বিশেষ অবদানের কারণে তাকে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের আজীবন সদস্য করা হয়। এরপর ১৯৮২ সালে ‘এমবিই’ ও ২০১৪ সালে তাকে এনএসডব্লিউ ‘হল অফ ফেম’-এ অন্তর্ভুক্ত করা হয়।