সিলেটে অবতরণ করলো তারেক রহমানকে বহনকারী বিমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশের মাটি স্পর্শ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজে ২০২ বিমানটি।
এর আগে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত রাত ১২টার পর লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে বিমানটি।
একই বিমানে তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
জাইমা রহমান ফেসবুকে নিজের আইডিতে ৩ জনের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!'
