ঢাকা বুধবার, ২৪শে ডিসেম্বর ২০২৫, ১১ই পৌষ ১৪৩২


ঘরের মাঠে জিরোনায় আটকে গেল বার্সা


১১ এপ্রিল ২০২৩ ১৮:২৭

সোমবার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে পয়েন্ট টেবিলের মাঝামাঝিতে থাকা জিরোনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে কাতালানরা।

এই ড্রয়ে রিয়ালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান হয়েছে ১৩। লিগে ম্যাচ বাকি আর ১০টি। ২৮ ম্যাচ থেকে বার্সার সংগ্রহ ৭২ পয়েন্ট। সমান ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৫৯ পয়েন্ট।

জিরোনার বিপক্ষে ঘরের মাঠে সেরা পারফরম্যান্স করতে পারেনি জাভির শিষ্যরা।

প্রথমার্ধে দারুণ একটি সুযোগ তৈরি করেছিলেন রোনাল্ড আরাউজো। তার নেওয়া শট গোললাইন অতিক্রম করার ঠিক আগ মুহূর্তে সেটি ধরে ফেলেন জিরোনার গোলরক্ষক পাওলো গাজানিগা।

এরপর আরও একটি বল গোললাইন থেকে ক্লিয়ার করেন পাওলো। এবার অবশ্য সতীর্থ সান্তিয়াগোর ব্যাক পাসে বল জালে জড়াতে যাচ্ছিল।

এরপর রাফিনহা সুযোগ পেয়েও দূর দিয়ে মেরে তা নষ্ট করে দেন।

আইকে