ঢাকা বুধবার, ২৪শে ডিসেম্বর ২০২৫, ১১ই পৌষ ১৪৩২


মেসির মাইলফলক ছোঁয়ার ম্যাচে জিতলো পিএসজি


৯ এপ্রিল ২০২৩ ১৭:৫৯

দুই ম্যাচ হারের পরে জিতলো প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। শনিবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে নিসকে। এই জয়ে একটি গোল করেছেন লিওনেল মেসি। তার সহায়তায় অপর গোলটি করেছেন সার্জিও রামোস।

এই গোলে অ্যাসিস্ট করার মধ্য দিয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেন মেসি। ক্লাব ফুটবলে তার মোট অ্যাসিস্টের সংখ্যা এদিন এক হাজারে (১০০০) পৌঁছায়।

ম্যাচের ২৬তম মিনিটেই মেসির গোলে এগিয়ে যায় পিএসজি। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

বিরতির পর ৭৬তম মিনিটে কর্নার পায় পিএসজি। কর্নার থেকে লিওনেল মেসির বাড়ানো বলে হেড দিয়ে জালে জড়ান রামোস। তাতে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রেড অ্যান্ড ব্লুজরা।

এই জয়ে ৩০ ম্যাচ থেকে ৬৯ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান বেড়ে হয়েছে ৬।

আইকে