ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২


সাকিব-লিটনকে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দল ঘোষণা


২ এপ্রিল ২০২৩ ০০:০৪

সাকিব আল হাসান ও লিটন দাসকে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ।

গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। লিগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব ও লিটন। ধারণা করা হচ্ছিল, কলকাতার হয়ে খেলার জন্য এই দুই তারকাকে এই সপ্তাহে ছাড়পত্র দিতে পারে বিসিবি। কিন্তু দল ঘোষণা করার পর নিশ্চিত হয়ে গেল টেস্ট শেষ হওয়ার পরই তারা কলকাতার সঙ্গে যোগ দিতে পারবেন।

গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে হওয়া টেস্ট দলে ছিলেন সাকিব ও লিটন। যদিও সেই স্কোয়াড থেকে বেশ কিছু রদবদল হয়েছে। দলে ফিরেছেন তামিম ইকবাল, সাদমান ইসলাম, এবাদত হোসেন এবং শরিফুল ইসলাম। কুচকির চোটে ভারতে সিরিজে ছিলেন না তামিম। এবাদতও ইনজুরির কারণে সেই সিরিজ খেলতে পারেননি। জাকির হাসানের বদলে দলে এসেছেন সাদমান ইসলাম।

আগামী ৪ এপ্রিল মঙ্গলবার শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে এই টেস্ট।

বাংলাদেশ দল:

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।

আইকে