ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


পয়েন্ট ব্যবধান বাড়াতে এলচের বিপক্ষে মাঠে নামবে বার্সা


১ এপ্রিল ২০২৩ ২১:৪২

আন্তর্জাতিক ফুটবল বিরতি শেষে স্প্যানিশ লা লিগায় আজ রাতে এলচের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে ১২ পয়েন্ট এগিয়ে থেকে রয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা।

পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিতে শিরোপা প্রত্যাশী কাতালুনিয়ান জায়ান্টরা পূর্ণ ৩ পয়েন্টের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

নিজেদের মাঠ এস্তাদিও ম্যানুয়েল মার্টিনেজ ভ্যালেরো স্টেডিয়ামে টেবিল টপার বার্সেলোনাকে আতিথ্য জানাবে এলচে।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

২৬ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের চূড়ায় রয়েছে বার্সেলোনা। অন্যদিকে, সমান সংখ্যক ম্যাচে মাত্র ১৩ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে আছে এলচে। এলচের বিপক্ষে সবশেষ ১২ ম্যাচে অপরাজিত বার্সেলোনা, যার মধ্যে জয় আছে ১১টিতে।

এলচের বিপক্ষে জয় তুলে নিয়ে শিরোপার দৌড়ে আরও একধাপ এগিয়ে যেতে চায় জাভির শিষ্যরা।

আইকে