ফাইনালের গ্লাভস বিক্রির অর্থ ক্যান্সার হাসপাতালে দান করলেন মার্টিনেজ

আর্জেন্টিনাকে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের সোনালি ট্রফি জেতান এমিলিয়ানো মার্টিনেজ। কাতারের মরুর বুকে শিরোপা নির্ধারণী ফাইনালে ফ্রান্সের কয়েকটি পেনাল্টি ঠেকিয়ে নায়ক বনে যান আর্জেন্টাইন এই গোলকিপার।
মধ্যপ্রাচ্যের দেশটিতে যে গ্লাভস জোড়া হাতে দিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছিলেন, তা বিক্রি করে প্রাপ্ত অর্থ নিজ দেশের ক্যান্সার হাসপাতালে দান করে দিয়েছেন ৩০ বছর বয়সী মার্টিনেজ।
প্রসঙ্গত, গত শুক্রবার অনলাইনে মার্টিনেজের গ্লাভস জোড়ার নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে ইংল্যান্ড থেকে ভিডিও লিংকের মাধ্যমে নিলামে অংশ নেন অ্যাস্টন ভিলার এই গোলকিপার। ৪৫ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৪৭ লাখ টাকা) গ্লাভসটি বিক্রি করেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।
উল্লেখ্য, বিশ্বকাপের পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জিতে নেন মার্টিনেজ। এরপর বেলজিয়ান থিবো কোর্তয়া ও মরক্কোর ইয়াসিন বুনোকে পাশ কাটিয়ে ফিফার বর্ষসেরা গোলকিপারের পুরস্কারও নিজের করে নেন এই তারকা।
আইকে