ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের মেয়েদের এক হালি গোল


১২ মার্চ ২০২৩ ০১:২৩

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান চ্যাম্পিয়নশিপে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষে ৪-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ।

প্রথমার্ধে ১-০’তে এগিয়েছিল স্বাগতিকরা। দু’টি করে গোল করেছেন আকলিমা খাতুন ও স্বপ্না রানী।

খেলার ৪৫তম মিনিটে আকলিমার গোলে ডেডলক ভাঙে বাংলাদেশ।

৭১তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। ইতি খাতুনের ক্রসে নিজের দ্বিতীয় গোলের সাথে স্কোরলাইন ২-০ করেন আকলিমা।

ম্যাচের ৮০তম মিনিটে স্বপ্না রানীর গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। ১ মিনিট পর স্বপ্না আবারও গোল করলে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

পরের ম্যাচে রোববার শক্তিশালী ইরানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাংলাদেশের মূল পরীক্ষাটা অপেক্ষা সেই ম্যাচের জন্যই। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭২ ধাপ এগিয়ে থাকা ইরানের বিপক্ষে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবল ভক্তরা।

আইকে