বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৫০ রানে হারাল বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল ওয়ানডে ক্রিকেটের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাই ভিন্ন ভিন্ন লক্ষ্য নিয়ে চট্টগ্রামে পা রেখেছিল দুই দল। সিরিজের তৃতীয় ওয়ানডেটা বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য ছিল কেবলই নিয়ম রক্ষার ম্যাচ।
তবে মান বাঁচানোর লড়ায়ে অবশেষে মান রক্ষা করলো তামিম ইকবালের দল। শেষ ওয়ানডেতে ৫০ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে টাইগাররা।
টস জিতে প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৪৬ রান করে বাংলাদেশ। জবাবে ১৯৬ রানে অলআউট হয় ইংলিশরা। বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ব্যাট হাতে ৭৫ রান এবং বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন এই অলরাউন্ডার। হাফ সেঞ্চুরি পান নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমও।
বাংলাদেশের হয়ে ৩৫ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করে দলের সেরা বোলার সাকিব। আজ ওয়ানডে ক্যারিয়ারে ৩০০তম উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন এই অলরাউন্ডার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৪৬/১০ (৪৮.৫ ওভার) (শান্ত ৫৩, মুশফিক ৭০, সাকিব ৭৫; কারান ২/৫১, আর্চার ৩/৩৫, রশিদ ২/২১)
ইংল্যান্ড: ১৯৬/১০ (৪৩.১ ওভার) (সল্ট ৩৫, ভিন্স ৩৮, ওকস ৩৪; তাইজুল ২/৫২, ইবাদত ২/৩৮, সাকিব ৪/৩৫-৪)
ফল: বাংলাদেশ ৫০ রানে জয়ী।
সিরিজ: ইংল্যান্ড ২-১ ব্যবধানে জয়ী।
আইকে