ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


বৃহস্পতিবার ঢাকায় আসছেন সৌরভ গাঙ্গুলি


২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৫১

একটি ব্যাংকের প্রচারণায় অংশ নেওয়ার জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এক দিনের সফরের জন্য ঢাকায় পাড়ি জমাচ্ছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি।

এদিন তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র কাপের উদ্বোধন করবেন বলেও জানা গেছে। এছাড়া এ সফরে ভারতের এই সাবেক অধিনায়কের সঙ্গে তার স্ত্রী ডোনা গাঙ্গুলিও থাকার কথা রয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির মেয়র কাপের আয়োজকরা।

আয়োজকরা জানায়, এদিন বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ডিএনসিসি মেয়র কাপ টুর্নামেন্টের উদ্বোধন করবেন ভারতীয় ক্রিকেট দলের এই সাবেক ওপেনার। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় ব্যাংকের প্রচারণামূলক অনুষ্ঠানে যোগ দেবেন।

আইকে