ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ওয়ানডের পর টি-সিরিজও হোয়াইটওয়াশের আতঙ্কে জিম্বাবুয়ে


১৩ অক্টোবর ২০১৮ ২০:১০

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হোয়াইটওয়াশের পথে জিম্বাবুয়ে। শুক্রবার (১৩ অক্টোবর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সফরকারী জিম্বাবুয়েকে ছয় উইকেটে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়ারা জয় পেয়েছিল ২৪ রানে। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর।

শুক্রবার পোচেফস্ট্রুমে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ১৩২ রানের মামুলি টার্গেট দেয় জিম্বাবুয়ে। দলের পক্ষে ২৮ বলে ৪১ রান করেন শন উইলিয়ামস। ১৬ বলে ২১ রান করেন অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা। ২৯ রান করেন ব্রেন্ডন টেইলর। দক্ষিণ আফ্রিকার পক্ষে লুঙ্গি এনগিদি ২টি, ডেন পেটারসন ২টি, রব্বি ফ্রাইলিঙ্ক ২টি ও তাবরাইজ শামসি ১টি করে উইকেট শিকার করেন।

পরে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারে চার উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন জেপি ডুমিনি। ২৬ রান করেন কুইন্টন ডি কক। ২২ রান করেন হেনরিক ক্লাসেন। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে ক্রিস এমপোফু ১টি, ব্রান্ডন মাভুতা ১টি ও শন উইলিয়ামস ২টি করে উইকেট শিকার করেন। ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকার ডেন পেটারসন।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে: ১৩২/৭ (২০ ওভার)

দক্ষিণ আফ্রিকা: ১৩৫/৪ (১৫.৪ ওভার)

এমএ