ঢাবির সকল প্রবেশপথ বন্ধের সিদ্ধান্ত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। ফলে ভীড় এড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শরিফ ওসমান হাদিকে সমাহিত করা নিয়ে ক্যাম্পাসে ভিড় না করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের প্রবেশপথগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জনসাধারণের স্বাভাবিক চলাফেরায় সাময়িক অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখিত।
এদিকে, শরিফ ওসমান হাদির মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেয়া হচ্ছে। সেখানে দুপুর দুইটায় তার জানাজা হওয়ার কথা রয়েছে। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হবে।
এর আগে, শনিবার সকালে হৃদরোগ ইনিস্টিটিউটের হিমাঘার থেকে ময়নাতদন্তের জন্য হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ময়নাতদন্তের পর শেষ গোসলের জন্য আবার তাকে হৃদরোগ ইনিস্টিটিউটে নেয়া হয়।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে আততায়ীর গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার সার্জারী হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হাদির মরদেহ দেশে পৌঁছায়। পরে বিমানবন্দর থেকে তার মরদেহ হৃদরোগ ইনিস্টিটিউটে নেয়া হয়।
