দেশে ফিরে যা বললেন তামিম!

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ইনজুরিতে পড়েন তামিম। এ কারণে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দেশে ফিরে এসেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা ওপেনার তামিম ইকবাল।
আর সেই ইনজুরি নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে ফের ব্যাট করায় ইতোমধ্যে তামিম ইকবালকে নিয়ে ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে ক্রিকেটবোদ্ধা তথা গোটা বিশ্বেই অনেক আলোচনা হচ্ছে।
ইনজুরিতে পড়া এবং দল ছেড়ে চলে আসা নিয়ে এরই মধ্যে তামিম ইকবাল হতাশা প্রকাশ করেছেন।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তামিম বলেন, ‘সত্যি কথা এশিয়া কাপ নিয়ে আমার এবার অনেক বড় আশা ছিল। ব্যক্তিগতভাবেও। কিন্তু এভাবে প্রথম ম্যাচে ইনজুরি নিয়ে ফিরে আসা ভালো লাগার কথা নয়। এভাবে চলে আসাটা হতাশার ব্যাপার। এমন একটা ইনজুরি, অনেক সময় নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। এখন উচিত যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে মাঠে ফিরে আসা।’
কেআই