ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


তামিমের ব্যাটিং মনে করিয়ে দিলো যাদের


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫০

তামিমের লড়াই মনে করিয়ে দিল পুরনো ইতিহাস। যে ইতিহাস বুঝিয়ে দেয়, খেলা আর জীবনের স্পিরিট একসঙ্গে মিলেমিশে থাকে।

এশিয়া কাপের প্রথম ম্যাচে দাপটরে সাথে বাংলাদেশ হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে। সেই ম্যাচের মহানায়ক মুশফিকুর রহিমের দুরন্ত ১০০ রান কিংবা ১ বছর পরে ‘কামব্যাক’ করা মালিঙ্গার চার উইকেট এই সব কিছুকে ছাপিয়ে গিয়েছে বাংলাদেশের তামিম ইকবালের এক হাতে ব্যাটিং এর উপর।

ওপেন করতে নেমে গুরুতর চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছেন এই এক হাতে ব্যাটিং করা তামিম ইকবাল। চিকিৎসকেরা জানিয়েছেন অন্তত ৬ সপ্তাহের জন্য খেলতে পারবেন না। কিন্তু পুরো বিশ্ব ক্রিকেট প্রেমিদের চমকে দিয়ে বাংলাদেশের ইনিংসের একেবারে শেষে এক হাতে ব্যাট নিয়ে নেমে পড়েন তামিম। ততক্ষণে বাংলাদেশের ৯ উইকেট পড়ে গিয়েছে।

তবে শেষ উইকেটে কোনরকম তিনি সঙ্গ দেন মুশফিককে। ব্যাট করেন এক হাতে। স্কোর পৌঁছয় ২৫০ পেরিয়ে দাড়ায়। কেবল বাংলাদেশই নয়, গোটা ক্রিকেট বিশ্ব মুগ্ধ তামিমের দুর্জয় সাহসে।

তামিমের দুরন্ত সাহস মনে করিয়ে দিলো কুম্বলের লড়াইকে। পাশাপাশি তামিমের ব্যাটিং স্মৃতি উসকে দিয়েছে ক্রিকেট প্রেমিকদের নস্ট্যালজিয়াও। মাথা ফাটার পরে অনিল কুম্বলে মাথায় ব্যান্ডেজ নিয়ে বোলিং করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে কোমরের ব্যথায় কুঁকড়ে গিয়েও সচিন দুরন্ত সেঞ্চুরি করেছিলেন। তামিমের মতোই বাঁ হাত ভেঙে লড়ে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া।

কেবল এঁরাই নন, কলিন কাউড্রে, ম্যালকম মার্শাল ও আরও অনেকেই বিভিন্ন সময়ে দলের প্রয়োজনে শারীরিক যন্ত্রণা ও আঘাত সহ্য করে লড়ে গিয়েছেন। তামিমের লড়াই মনে করিয়ে দিল সেই সব লড়াইকেও। যে লড়াই ক্রিকেটকে কেবল একটা খেলা থেকে উন্নীত করে জীবনে। বুঝিয়ে দেয়, খেলা আর জীবনের স্পিরিট একসঙ্গে মিলেমিশে থাকে।

আরআইএস