ঢাকা বৃহঃস্পতিবার, ১লা মে ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২


এশিয়া কাপ থেকে বিদায় শ্রীলঙ্কা


১৮ সেপ্টেম্বর ২০১৮ ০৮:১৮

এশিয়া কাপের ৫ বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এশিয়া কাপ থেকে ছিটেকে পড়লো। তবে ছিটকে যাওয়ার কষ্টটা তাদের হৃদয়ে বেশি জমা রয়ে থাকবে তার কারণ টানা দুই ম্যাচ হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হলো তাদের।

সোমবার (১৭ সেপ্টেম্বর) রাতে ২৫০ রানের টার্গেটে খেলেত নেমে আফগানদের কাছে ৯১ রানে হেরে শ্রীলঙ্কা। তাদের এই হারের পর আফগানিস্তানের জয়ে বাংলাদেশের সঙ্গে সুযোগ পেয়েছে সুপার ফোরের টিকিট।

সমান ২ পয়েন্টে থেকে আগামী বৃহস্পতিবার গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান সব উইকেট হারিয়ে ৫০ ওভারে করে ২৪৯ রানে। তারপর মুজিব উর রহমান, রশিদ খান ও মোহাম্মদ নবীর দুর্দান্ত স্পিনে ৪১.২ ওভারে ১৫৮ রানে শ্রীলঙ্কাকে অলআউট করে তারা।

আরআইএস