ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

গণমাধ্যম দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সমাবেশ


৩ মে ২০১৯ ২৩:০৭

নতুন সময়

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসকে সপ্তাহে রুপান্তর করে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানায় বিএমএসএফ এর নেতৃবৃন্দ।

শুক্রবার (৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে শহীদুল ইসলাম পাইলটের সভাপতিত্বে গণমাধ্যম দিবসকে সপ্তাহে রুপান্তর করে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে র‍্যালি ও সমাবেশ পালন করে বিএমএসএফ এর নেতৃবৃন্দ।

সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যম দিবস রাষ্ট্রীয় ভাবে উদযাপিত হলেও বাংলাদেশ এর ব্যতিক্রম। ৩ মে গণমাধ্যম দিবসকে মাঝে রেখে ১ থেকে ৭ মে পর্যন্ত জাতীয় গণমাধ্যম সপ্তাহকে অবিলম্বে স্বীকৃতি দেয়ার জন্য সরকারের নিকট জোড়ালো আহবান জানায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ।

তারা আরো বলেন, এ দেশে বিভিন্ন সপ্তাহ সহ অগণিত দিবস পালিত হলেও একমাত্র গণমাধ্যম অঙ্গনে কোন সপ্তাহব্যাপী কর্মসূচি নেই। এসবের বেশির ভাগ দিবস সরকার সংশ্লিষ্টদের সাথে নিয়ে উদযাপন করে থাকে। কিন্ত গণমাধ্যম রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হওয়া স্বত্তেও এ ব্যাপারে কোন গুরুত্ব দেয়া হয় না।

এছাড়াও বক্তব্য এ্যাড. কাওসার হোসেইন, পিনাকি দাস, মোনালিসা মৌ, কবির নেওয়াজ প্রমুখ।

নতুনসময়/আল-এম