ঢাকা বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৮ই বৈশাখ ১৪৩২

তামাশা দেখতে পারি, গিয়ে বাঁচাতে পারি না


২৯ জুন ২০১৯ ০০:১২

আমরা মানুষ দিনকে দিন পশুর মতো হয়ে যাচ্ছি। ফেসবুকের তালে তালে আমরা নাচি এখন। নিজেকে ভাইরাল করার জন্যে কত কিছুই না এখন করতে হয়। মানে ফেসবুকের যুগের সাথে তাল মিলিয়ে এখন চলতে হয় আরকি। এইখানে মানুষকে ইচ্ছামতো সম্মানহানি করা যায় আবার অনেক উপরেও তোলা যায়। এখন একটা কিছু হলে আগে ফেসবুককে জানাই আমরা। এই ধরেন কোথাও আগুন লাগলে আমরা লাইভে আসি। কিন্তু নিভাতে যেতে পারি না। আবার রাস্তায় কেউ দুর্ঘটনার শিকার হলে আমরা ছবি, সেলফি তুলতে ব্যস্ত। সবার কাছে দোয়া চাই; আল্লাহ লোকটাকে বাঁচিয়ে দাও। কিন্তু নিজে গিয়ে সাহায্য করতে পারি না। রাস্তায় কেউ প্রকাশ্যে খুন করলে সেটা ভিডিও করতে পারি, তামাশা দেখতে পারি। কিন্তু গিয়ে বাঁচাতে পারি না। এই ফেসবুক আমাদের মনুষ্যত্বকে দিনে দিনে কোথায় নিয়ে যাচ্ছে আমরা নিজেও সেটা জানি না। ভয় হয়। হয়তো আমিও একদিন এমন জায়গায় থাকবো আর আমাকে নিয়েও এইভাবে ভিডিও, ছবি তুলতে সবাই ব্যস্ত থাকবে ভাইরাল করার জন্যে।
কিন্তু কেউ বাচাঁতে আসবে না...

(লেখিকা: ছাত্রলীগ নেত্রী)


(ফেসবুক থেকে সংগৃহীত)