ঢাকা সোমবার, ১৮ই আগস্ট ২০২৫, ৪ঠা ভাদ্র ১৪৩২


সিঙ্গাপুর নেওয়া হবে খন্দকার মোশাররফকে


২৫ জুন ২০২৩ ০৩:০৪

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে। আট দিন চিকিৎসা শেষে আজ তাকে এভার কেয়ার হাসপাতালে থেকে বাসায় নিয়ে আসা হয়েছে।

শনিবার (২৪ জুন) খন্দকার মোশাররফের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন এ কথা জানান।

তিনি বলেন, হাসপাতাল থেকে আজ তাকে বাসায় নিয়ে আসা হয়। তবে, এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে। তার প্রক্রিয়া চলছে।

প্রসঙ্গত, গত ১৭ জুন হঠাৎ বুকে ব্যাথা উঠলে খন্দকার মোশাররফ হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়।