ঢাকা শুক্রবার, ১৯শে ডিসেম্বর ২০২৫, ৬ই পৌষ ১৪৩২


বিশ্ব গণমাধ্যমে ওসমান হাদির মৃত্যু


১৯ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৭

সংগৃহীত

বিশ্ব গণমাধ্যমে আলোড়ন তুলেছে ওসমান হাদির মৃত্যু। আল-জাজিরা, বিবিসি, ডয়েচে ভেলে, এএফপিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রচারিত হয় জুলাই অভ্যুত্থানের বিখ্যাত এই নেতার মৃত্যুর খবরটি। বিশ্লেষণ-প্রতিক্রিয়া নিয়ে সংবাদ প্রকাশিত হয় ভারতীয় মূলধারার গণমাধ্যমগুলোতেও। মৃত্যু পরবর্তী বিক্ষোভ-আন্দোলনের খবরও উঠে আসে রয়টার্স, এপি'সহ বিভিন্ন বার্তা সংস্থাতে।

 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় সাড়ে ৯টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদির লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়। দেশের গণ্ডি পেরিয়ে মুহূর্তেই তার মৃত্যুর খবর সাড়া ফেলে আন্তর্জাতিক অঙ্গনে। সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম।

হাদিকে স্বৈরাচারবিরোধী আন্দোলনের আলোচিত নেতৃত্ব আখ্যা দেয় কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। শেখ হাসিনার পতনের পেছনে তার অবদানের বিষয়টি তুলে ধরা হয় প্রতিবেদনে।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আর জার্মান গণমাধ্যম- ডয়চে ভেলেও প্রকাশ হয় ওসমান হাদির মৃত্যুর খবর। এছাড়া এএফপি, আনাদোলুর মতো প্রভাবশালী সংবাদ সংস্থাগুলোয় উঠে আসে খবরটি।

 

ওসমান হাদির মৃত্যুর সংবাদে সরব ভারতীয় মিডিয়া। দেশটির সরকারি বার্তাসংস্থা পিটিআই, এএনআইসহ মূলধারার গণমাধ্যম এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দুতেও জায়গা পায় ইনকিলাব মঞ্চের মুখপাত্রের মৃত্যুর খবর। ওসমান হাদির মৃত্যুর পর সাধারণ মানুষের বিক্ষোভ-আন্দোলনের সংবাদও তুলে ধরে বার্তা সংস্থাগুলো।