শার্শায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়
যশোর–১ (শার্শা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. আজিজুর রহমানের সঙ্গে শার্শা উপজেলার বিভিন্ন স্তরের সাংবাদিক ও মিডিয়াকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ তারিখ) নাভারণ বাজার এলাকায় শার্শা দারুল আমান ট্রাস্ট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা রাজনৈতিক, সামাজিক ও উন্নয়ন সংশ্লিষ্ট নানা প্রশ্ন করেন।
সভায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে মাওলানা মো. আজিজুর রহমান বলেন, শার্শা উপজেলায় স্বাধীনতার পর থেকে কোনো সংখ্যালঘু বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দ্বারা নির্যাতনের শিকার হয়নি। ভবিষ্যতেও সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
নারীদের ভূমিকা ও মূল্যায়ন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইসলামে নারীদের সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে। পবিত্র হাদিসে নবী করিম (সা.) তিনবার ‘মা’-কে সর্বোচ্চ সম্মানের অধিকারী হিসেবে উল্লেখ করেছেন। এই আদর্শকে সামনে রেখে নারীদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করা হবে।
এ সময় তিনি শার্শা উপজেলার বর্ষাকালীন জলাবদ্ধতার সমস্যার কথা তুলে ধরে বলেন, বিভিন্ন খাল-বিল কৃত্রিমভাবে বাঁধ দিয়ে বন্ধ করে রাখার কারণে অনেক এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। আল্লাহ তাআলা সুযোগ দিলে এসব বাঁধ অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে।
বেনাপোল স্থলবন্দর প্রসঙ্গে তিনি বলেন, দেশের বৃহত্তম এই স্থলবন্দরে ব্যাপক দুর্নীতি বিদ্যমান। ক্ষমতায় গেলে বেনাপোল স্থলবন্দরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকেরা বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে প্রশ্ন করেন, যার জবাব প্রার্থী সাবলীল ভাষায় দেন।
সভাটি সঞ্চালনা করেন আনোয়ারুল কবির।
মোঃ রমজান আলী বেনাপোল শার্শা যশোর
