ঢাকা শুক্রবার, ১৯শে ডিসেম্বর ২০২৫, ৬ই পৌষ ১৪৩২


বিএনপির মির্জা ফখরুল ও রিজভীর অনুষ্ঠান স্থগিত


১৯ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৮

সংগৃহীত

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দলের দুই সিনিয়র নেতার অনুষ্ঠান স্থগিত করেছে বিএনপি। শুক্রবার (১৯ ডিসেম্বর) দলটির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

আজ শুক্রবার বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

 

এছাড়াও, বিকেল ৪টায় কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অনুষ্ঠান ও আপাতত স্থগিত রাখা হয়েছে।

 

এদিকে, স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে দলটি। রাতে এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।