ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২


নিজ দলেই মির্জা ফখরুলের মত প্রকাশের স্বাধীনতা নেই: কাদের


২৪ মার্চ ২০২৩ ২৩:৪২

বিএনপি’র অভ্যন্তরীণ রাজনীতিতে মির্জা ফখরুলের মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (২৪ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান তিনি।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, সুদূর লন্ডন থেকে যে সিদ্ধান্ত আসে তা বাধ্য হয়ে মেনে নিতে হয় তাকে। তাই মির্জা ফখরুলের মুখে মানুষের বাক ও মতপ্রকাশের স্কাধীনতার কথা ভূতের মুখে রাম নাম ছাড়া কিছু নয়।

ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকার জনগণের বাক-স্বাধীনতা ও মত প্রকাশের অবাধ সুযোগ প্রতিষ্ঠায় কাজ করছে। ডিজিটাল বাংলাদেশের মধ্য দিয়ে মতপ্রকাশের অনিরুদ্ধ দ্বার উন্মোচিত করা হচ্ছে। আর এই সুযোগের অপব্যবহার করে বিএনপির নেতারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।

আইকে