ওসমান হাদির হত্যার বিচার দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ
ওসমান হাদির হত্যার বিচার দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ
শরিফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার দাবিতে বিভাগীয় শহরগুলোতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর থেকে দেশের বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
পূর্বঘোষিত কর্মসূচি পালনে দুপুর আড়াইটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। পরে রাজশাহী-নাটোর মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনকারীরা বলেন, শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় এখনো দৃশ্যমান কোনো প্রশাসনিক বা বিচারিক অগ্রগতি নেই। এতে বিচারহীনতার সংস্কৃতি আরও দৃঢ় হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় না আনা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সিলেটের চৌহাট্টা পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এসময় আধিপত্যবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। প্রতিবাদী গান, কবিতা পরিবেশন করেন। নেতাকর্মীরা বলেন, হাদি হত্যায় জড়িত সকলের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে অবরোধ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। তারা অভিযোগ করেন, প্রশাসনের বক্তব্য আইওয়াশ ছাড়া কিছু নয়। তারা সময়ক্ষেপণের চেষ্টা করছে। গুলির ঘটনার দিনই অপরাধীদের ধরা যেত বলে জানান তারা। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানান ইনকিলাব মঞ্চের সদস্যরা।
ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বরিশালের ছাত্র-জনতা। ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর থেকে বরিশাল বিএম কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে নথুল্লাবাদ এলাকায় জড়ো হয়। হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে অবস্থান নেন মহাসড়কে। শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষও এতে অংশ নেন।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বেলা ২টা থেকে কর্ণফুলী সেতু এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। সড়ক বন্ধ হওয়ায় তীব্র যানজটে আটকা পড়েন যাত্রীরা। আগামি তিন কর্মদিবসের মধ্যে মামলার চার্জশীট প্রদান এবং খুনিরা গ্রেফতার না হলে সারা দেশ অচল করে দেয়ার হুঁশিয়ারি দেন অবরোধকারীরা।
খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বিক্ষুব্ধরা অভিযোগ করেন, হাদির হত্যাকারীরা প্রশাসনের সহযোগিতা না পেলে দেশ ছেড়ে পালানো সম্ভব নয়। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি জানান তারা।
এছাড়াও রংপুর নগরীর ডিসি মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চ। দ্রুততম সময়ের মধ্যে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করে বিচার সম্পন্ন করার দাবি জানান বিক্ষোভকারীরা। এছাড়া নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজবাড়ি, ঝালকাঠিসহ বিভিন্ন জেলায় একই কর্মসূচি পালিত হয়েছে।
