ঢাকা রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


রেকর্ড ভেঙে স্বর্ণের ভরি ২ লাখ ২৭ হাজার ছাড়াল


২৮ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৯

সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দামে আগের সব রেকর্ড ভেঙেছে। নতুন করে এই ধাতুর প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫৭৫ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

 

ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ২৭ হাজার টাকা ছাড়িয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

 

শনিবার (২৭ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এই দর রোববার (২৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

 

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকায় বিক্রি হবে।

 

এছাড়া, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।