ঢাকা রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫, ১৫ই পৌষ ১৪৩২


খালেদা জিয়া খুব সংকটময় সময় পার করছেন: ডা. জাহিদ


২৮ ডিসেম্বর ২০২৫ ০৯:৩৭

সংগৃহীত

এক মাসেরও বেশি সময়ের চিকিৎসায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনও উন্নতি নেই। তিনি খুব সংকটময় সময় পার করছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

 

তিনি বলেন, মেডিকেল বোর্ড সিদ্ধান্তে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। আল্লাহর মেহেরবানি ও চিকিৎসকদের তৎপরতা সফল হলে এ যাত্রায় সেরে উঠবেন তিনি।

 

এর আগে, শনিবার রাতে ধানমন্ডিতে শ্বশুরবাড়ি থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে প্রায় ২ ঘণ্টার মতো ছিলেন তিনি। এ সময় খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি।