লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন, সকাল ৮টার আগে বাল্কহেড চলাচল বন্ধ
ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে এমভি জাকির সম্রাট-৩ ও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষে এখন পর্যন্ত চারজন নিহতের খবর পাওয়া গেছে। এই ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশপাশি দুর্ঘটনা এড়াতে সকাল ৮টার আগে বাল্কহেড চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নৌ পরিবহণ মন্ত্রণালয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এই তথ্য জানান।
তিনি বলেন, নিহতদের দাফনের জন্য দেড় লাখ টাকা করে দেবে নৌ পরিবহণ মন্ত্রণালয়। তাছাড়া, ভিজিবিলিটি ২০০ মিটারের কম হলে লঞ্চ চলবে না বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গতকাল মধ্যরাতে ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুই লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মরদেহ হস্তান্তর করেছে কোস্টগার্ড।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে০ ভোলার ঘোষেরহাট ঘাট থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা করে এমভি জাকির সম্রাট-৩। লঞ্চটি চাঁদপুরের মেঘনা নদীতে আসার পর ঘন কুয়াশার কারণে ধীর গতিতে চলছিল। এ সময় বরিশালের যাত্রীবাহি লঞ্চ অ্যাডভেঞ্চার-৯ এর সঙ্গে সংঘর্ষ হয়। এতে এমভি জাকীর সম্রাট লঞ্চের একপাশ দুমড়ে-মুচড়ে যায়। পরে লঞ্চটি সদরঘাট পৌঁছালে চারজনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।
