হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে সংগঠনটি। এতে মোড়টি দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল নিয়ে মোড়টিতে অবস্থান নেয় তারা। এ সময় হাদি হত্যার বিচারের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন তারা।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, শরীফ ওসমান হাদির খুনীদের ব্যাপারে সুনির্দিষ্ট ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত আমরা শাহবাগে থাকব। হাদিকে হত্যা করে ইনকিলাব মঞ্চকে থামানো যাবে না। এই লড়াই চলবে।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে আততায়ীর গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার সার্জারী হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর গত ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন ১৯ ডিসেম্বর রাতে তার মরদেহ দেশে পৌঁছায়।
এরপর ২০ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়।
