ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে ডিসেম্বর ২০২৫, ১২ই পৌষ ১৪৩২


তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকামুখী বিএনপি নেতাকর্মীরা


২৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৩

সংগৃহীত

তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে বাস, লঞ্চ ও ট্রেনে করে ঢাকায় আসছেন বিএনপি নেতাকর্মীরা। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) থেকে নেতাকর্মীরা রাজধানীতে পৌঁছাতে শুরু করেন। তাছাড়া, আজ বৃহস্পতিবার সকালেও আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

 

আজ বৃহস্পতিবার সকাল ৬টা ৫৫ মিনিটে টাঙ্গাইল থেকে নেতাকর্মীদের বহনকারী একটি বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তাছাড়া শহর থেকে শতাধিক বাসসহ বিভিন্ন যানবাহনে নেতাকর্মীরা আসছেন। জেলার ১২ উপজেলা থেকে অন্তত ৬০ হাজার নেতাকর্মী ঢাকায় আসছেন বলে ধারণা করা হচ্ছে।

 

এদিকে, জামালপুর থেকেও স্পেশাল ট্রেন ছেড়েছে। আজ ভোরে ছেড়ে আসা ট্রেনটি সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আজ সন্ধ্যা ৭টায় ট্রেনটি ফের জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করবে।

 

অন্যদিকে, আজ ভোর ৫টায় নেতাকর্মীদের বহনকারী বিশেষ ট্রেন খুলনা ত্যাগ করে। আনন্দ মুখর পরিবেশে শীত উপেক্ষা কোরে ঢাকার উদ্দেশে রওনা দেন নেতাকর্মীরা

 

এছাড়া, গতকাল থেকে বাস, রেলসহ বিভিন্ন উপায়ে রাজধানীতে আসতে শুরু করেন নেতাকর্মীরা।