ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


মোখা’র প্রভাবে গ্যাসের চাপ কম থাকবে


১৩ মে ২০২৩ ২২:৫০

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মহেশখালীর এলএনজি সরবরাহ বন্ধ থাকায় তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

শনিবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাসের জনসংযোগ কর্মকর্তা মোরশেদ আলম।

তিনি বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এর ফলে ঢাকাসহ তিতাস গ্যাস অধিভুক্ত বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম রয়েছে। এলএনজি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্যাসের স্বল্প চাপ থাকবে বলেও জানান তিনি।