ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


শুক্রবার বিমানবন্দর সড়কে যান চলাচল সীমিত


৫ মে ২০২৩ ২১:১৪

উড়ালসড়কের নির্মাণকাজের জন্য শুক্রবার রাত ১১টা থেকে ৭ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কটি এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। এ সময় সড়কটিতে যান চলাচল সীমিত থাকবে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গত ৩ মে এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, ফ্লাইওভারের নির্মাণকাজের জন্য ৫ মে শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে। এ সময় ভারী ও মালবাহী যান বিকল্প রাস্তায় চলাচলের অনুরোধ করা হয়েছে।