ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


রাখাইনের পরিস্থিতি দেখতে মিয়ানমারে রোহিঙ্গা প্রতিনিধিদল


৫ মে ২০২৩ ২১:০৭

রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আগে রাখাইনের পরিস্থিতি দেখতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান নেতৃত্বে বাংলাদেশ থেকে মিয়ানমারের উদ্দেশে রওনা দিয়েছে ২৭ সদস্যের একটি প্রতিনিধিদল।

শুক্রবার (৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে তারা কক্সবাজারের টেকনাফ ট্রানজিট ঘাট দিয়ে নাফ নদী পার হয়ে মিয়ানমারের মংডু রওনা হন।

প্রতিনিধিদলে তিন নারীসহ ২০ রোহিঙ্গা, একজন অনুবাদক এবং ছয়জন বিভিন্ন দপ্তরের বাংলাদেশি কর্মকর্তা রয়েছেন। পাশাপাশি তাদের নিরাপত্তার জন্য দুটি স্পিডবোটসহ ১৬ জন বিজিবির সদস্য রয়েছেন।

এর আগে ১৫ মার্চ ২২ সদস্যের একটি দল বাংলাদেশের টেকনাফে এসে ১৭৭ রোহিঙ্গা পরিবারের ৪৮০ জনের সঙ্গে সাক্ষাৎ করে মিয়ানমারে ফিরে যায়।