ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


আমাদের সম্প্রীতির মেলবন্ধন বিশ্বে নজির স্থাপন করেছে : আইজিপি


৪ মে ২০২৩ ২০:২৯

দেশে সম্প্রীতির যে মেলবন্ধন সৃষ্টি হয়েছে তা বিশ্বের বুকে একটি নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, যেকোনো ধর্মের উৎসব আয়োজনে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দেন সে নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে থাকে।

আজ বৃহস্পতিবার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অনুসারে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। দেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, যার কারণে যেকোনও তথ্য পেয়েছি জনগণের কাছ থেকে।

এ সময় যেকোনো সহায়তার জন্য স্থানীয় থানা পুলিশের পাশাপাশি ট্রিপল নাইনে ফোন করারও পরামর্শ দেন আইজিপি।