ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


খালেদা জিয়ার উপদেষ্টা কবির হোসেন আর নেই


৩ মে ২০২৩ ২৩:২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কবির হোসেন (৮৪) আর নেই।

বুধবার (৩ মে) বিকেল ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত সোমবার (১ মে) কবির হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

জানা গেছে, বিএনপির সাবেক এই সংসদ সদস্য দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, কিডনি এবং উচ্চরক্তচাপে ভুগছিলেন।

উল্লেখ্য, বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত ধরেই রাজনীতিতে এসেছিলেন কবির হোসেন। বিএনপির প্রার্থী হিসাবে তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।