ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


ফের বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার অনুরোধ


৩ মে ২০২৩ ১৯:৩৯

আবারো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কটি এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।

উড়ালসড়কের নির্মাণকাজের জন্য শুক্রবার (৫ মে) রাতে সাত ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে।

বুধবার (৩ মে) এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দরের সামনের উড়ালসড়কের নির্মাণকাজের জন্য শুক্রবার রাত ১১টা থেকে পরদিন শনিবার সকাল ৬টা পর্যন্ত মোট সাত ঘণ্টা বিমানবন্দরের সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে। এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

বেবিচক সূত্র জানায়, যারা দেশের বাইরে যাবেন এবং আসবেন, তাদের জন্য রাস্তা খোলা থাকবে। তবে যারা অন্য কাজে আসা-যাওয়া করেন, তাদের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।