ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


শ্রমিকদের সুরক্ষায় মালিকদের মনোযোগী হতে বললেন স্পিকার


২ মে ২০২৩ ০৫:৫৬

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শ্রমিকরাই কলকারখানা ও উন্নয়নের প্রাণ। ২০২৩ সালের মে দিবসের প্রতিপাদ্য ‘শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ খুবই গুরুত্বপূর্ণ। দেশব্যাপী মালিকদের এ ব্যাপারে মনোযোগী হতে হবে যেন শ্রমিকরা তাদের প্রাপ্য সুরক্ষা পায়। যথাসময়ে শ্রমিকদের মজুরি দেওয়া, তাদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার বিষয়ে মালিকপক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান স্পিকার।

সোমবার (০১ মে) নিজ সংসদীয় আসন রংপুর ৬ এর অধীন পীরগঞ্জ উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে ‘মহান মে দিবস ২০২৩’ উপলক্ষ্যে আয়োজিত র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এ কথা বলেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শ্রমিকদের কল্যাণে নানামুখী পদক্ষেপ নিয়েছে। শ্রম আইন ২০১৮ সালে সংশোধনের মাধ্যমে শ্রমিকবান্ধব করে প্রণয়ন করা হয়েছে। শ্রমিকরা যেন সব ধরনের সুযোগ-সুবিধা পায় সে ব্যাপারে সরকার সদা সচেষ্ট। গার্মেন্টস সেক্টরে শতকরা ৫৮ শতাংশ নারী শ্রমিক কাজ করে। তাদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে। এসময় পীরগঞ্জের শ্রমিকদের যথাযথ কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান স্পিকার।

অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা শ্রমিক লীগের নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।