ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


সুদানে বাংলাদেশিদের ভ্রমণ না করার পরামর্শ


২৩ এপ্রিল ২০২৩ ১৬:০৩

সুদানে সাম্প্রতিক সশস্ত্র সংঘর্ষের পরিপ্রেক্ষিতে দেশটিতে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (২২ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সুদানে মারাত্মক সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে। এতে লোকজন হতাহত হচ্ছে এবং খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহে ব্যাঘাত ঘটছে। খার্তুম বিমানবন্দরসহ খার্তুম শহর এবং দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। তাই, আমাদের নাগরিকদের জন্য এখন সুদান ভ্রমণ নিরাপদ নয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশিদের সুদানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে এ পরামর্শের বিষয়ে অবগত করা হয়েছে। এ বিষয়ে সুদানে বসবাসরত বাংলাদেশিদের পরামর্শ দিচ্ছে দূতাবাস।

আইকে