ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


বঙ্গবন্ধু সেতুতে ৩২ ঘণ্টায় সাড়ে ৩ কোটি টাকা টোল আদায়


১৯ এপ্রিল ২০২৩ ২০:০০

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুতে রেকর্ড পরিমাণ পরিবহন পারাপার হয়েছে। গত ৩২ ঘণ্টায় ৪১ হাজার ২৫১টি পরিবহনের বিপরীতে সেতুতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬০ লাখ টাকা।

বুধবার (১৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গত ৩২ ঘণ্টায় এই টোল আদায় হয়েছে বলে সেতু কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এসব তথ‌্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সময়ে যেসব গাড়ি পার হয়ে তারমধ‌্যে ব্যক্তিগত গাড়ি বেশি ছিল। ৩২ ঘণ্টায় সেতুর দুই টোল প্লাজা দিয়ে ৪১ হাজার ২৫১টি পরিবহন পারাপার হয়েছে। এরমধ্যে মোটরসাইকেল ছিল ২৭০০। এতে সব মিলিয়ে সেতুতে টোল আদায় হয়েছে তিন কোটি ৬০ লাখ টাকা। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৫১টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা।

আইকে