ঢাকা শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫, ১৩ই পৌষ ১৪৩২


বেজমেন্ট-আন্ডারগ্রাউন্ডে মার্কেট করা যাবে না: ডিএমপি কমিশনার


১৮ এপ্রিল ২০২৩ ২৩:৩৫

বেজমেন্ট, আন্ডারগ্রাউন্ড বা কার পার্কিংয়ের জায়গায় মার্কেট করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে ডিএমপির সদর দফতরে ঈদ পরবর্তী নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠকে এ কথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, ফায়ার সার্ভিস অনেকগুলো মার্কেটকে অগ্নি ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছেন। এসব মার্কেটের নিরাপত্তা নিয়ে কাজ করা হবে।

খন্দকার গোলাম ফারুক বলেন, নিরাপত্তা পরিকল্পনা মার্কেটের বিভিন্ন জায়গায় টানিয়ে রাখতে হবে। এখন থেকে প্রতিটা দোকানের বৈদ্যুতিক তারের লাইন, এসি ঠিক রয়েছে কি না তা দোকান মালিককে নিশ্চিত করতে হবে। এর ব্যতয় হলে শাস্তির আওতায় আসবে দোকানদার।

এ সময় মার্কেটে নিম্নমানের বিদ্যুতের তার না লাগানোর পরামর্শও দেন তিনি।

আইকে