শবে কদর আল্লাহর অশেষ নেয়ামত: জিএম কাদের

মহিমান্বিত রজনী পবিত্র শবে কদর উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
মঙ্গলবার (১৮ এপ্রিল) পবিত্র শবে কদর উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান বিশ্ব মুসলিম উম্মাহর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করেন।
পবিত্র শবে কদর উপলক্ষ্যে দেওয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেন, সহস্র মাসের চেয়েও উত্তম পুণ্যময় রজনী শবে কদর মানব জাতির জন্য মহান আল্লাহর অশেষ নেয়ামত। মহান আল্লাহ বিশ্ববাসীর জন্য মহিমান্বিত এ রাতেই পবিত্র কুরআন শরীফ নাজিল করেছেন। তাই মুসলিম উম্মাহর কাছে পবিত্র এ রাতের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত অত্যাধিক।
প্রতি বছর বরকতময় এ রাত আমাদের ছোট্ট জীবনে হাজার মাসের চেয়ে বেশি ফজিলত অর্জনের সুযোগ এনে দেয়। মহাসম্মানিত এ রাতের বরকতে সবার জীবন মঙ্গলময় হয়ে উঠুক। মহান আল্লাহ যেন আমাদের ফরিয়াদ কবুল করেন।
আইকে