ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


মার্কেটে যারা আগুন দিয়েছে তাদের বিচার হবে : প্রধানমন্ত্রী


১৮ এপ্রিল ২০২৩ ২৩:৩০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ যখন একটু স্বচ্ছল হচ্ছে, মার্কেটে আগুন দিয়ে ঈদের আগে যারা মানুষের ব্যবসা নষ্ট করছে, তাদের জন্য জাতির ঘৃণা ছাড়া আর কীইবা থাকবে৷ অবশ্যই এসব ঘটনার বিচার করা হবে৷

মঙ্গলবার (১৮ এপ্রিল) গণভবনে ১৯৭৭ সালে জিয়াউর রহমানের হাতে নির্বিচারে নিহতদের পরিবার এবং বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসে নিহতদের স্বজন ও আহতদের হাতে ঈদ উপহার তুলে দেয়ার আগে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, যারা জীবন্ত মানুষকে পোড়াতে পারে, তারা সব পারে৷ সস্প্রতি সংগঠিত অগ্নিকাণ্ডের ঘটনাগুলোও সেরকম কিছু কিনা বা নাশকতা কিনা তাও দেখতে হবে।

তিনি বলেন, কয়েকদিন ধরে হঠাৎ করে আগুনের ঘটনা বেড়ে গেল। আমার মনে সন্দেহ হচ্ছে, এটাও নাশকতা কি না। যারা জীবন্ত মানুষকে গাড়িতে আগুন দিয়ে, বাসে আগুন দিয়ে, রিকশায় আগুন দিয়ে পোড়াতে পারে, এরা মানুষের ক্ষতি করাটাই জানে। ঈদের সময় মানুষ ব্যবসা বাণিজ্য করবে, হয়ত সেই পথটাও বন্ধ করে দিতে চেয়েছিল। আমার মনে হয়, এখানেও একটা ঘটনা আছে। যারা জড়িত তাদের বিচার করা হবে।

আইকে