‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো রাজনৈতিক দল জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে’

একের পর এক আগুনের ঘটনা নাশকতা কি না তা খতিয়ে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। কোনো রাজনৈতিক দল এর সাথে জড়িত কি না তা-ও কমিটি দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সোমবার (১৭ এপ্রিল) সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কেটে হঠাৎ হঠাৎ আগুনের ঘটনা ঘটছে। প্রায় রোজই আগুনের ঘটনা ঘটছে। কেন এটা ঘটছে তা তদন্তে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৯ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। অগ্নিকাণ্ডের ঘটনায় দেশি-বিদেশি ষড়যন্ত্র আছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। নাকি ২০১৩-এর মতো আগুন সন্ত্রাস তা-ও খতিয়ে দেখা হবে।
এ সময় বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ১৪টি গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক কয়েকজন জিজ্ঞাসাবাদে উদ্দেশ্যমূলক হামলার বিষয়টি স্বীকার করেছে বলেও জানান আসাদুজ্জামান খান।
আইকে