ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


‘অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো রাজনৈতিক দল জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে’


১৮ এপ্রিল ২০২৩ ০৩:৫৬

একের পর এক আগুনের ঘটনা নাশকতা কি না তা খতিয়ে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। কোনো রাজনৈতিক দল এর সাথে জড়িত কি না তা-ও কমিটি দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সোমবার (১৭ এপ্রিল) সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কেটে হঠাৎ হঠাৎ আগুনের ঘটনা ঘটছে। প্রায় রোজই আগুনের ঘটনা ঘটছে। কেন এটা ঘটছে তা তদন্তে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৯ সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। অগ্নিকাণ্ডের ঘটনায় দেশি-বিদেশি ষড়যন্ত্র আছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। নাকি ২০১৩-এর মতো আগুন সন্ত্রাস তা-ও খতিয়ে দেখা হবে।

এ সময় বঙ্গবাজারে ফায়ার সার্ভিসের ১৪টি গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক কয়েকজন জিজ্ঞাসাবাদে উদ্দেশ্যমূলক হামলার বিষয়টি স্বীকার করেছে বলেও জানান আসাদুজ্জামান খান।

আইকে