ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


জঙ্গিবাদ-গুজবের বিরুদ্ধে মসজিদের খুতবায় আলোচনার আহ্বান


১৮ এপ্রিল ২০২৩ ০৩:৪৯

নারীর প্রতি সহিংসতা, জঙ্গিবাদ, গুজব, গৃহকর্মীদের প্রতি অমানবিক আচরণ এবং দুর্নীতির বিরুদ্ধে মসজিদের খুতবায় আলোচনা করতে আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৭ এপ্রিল) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে চতুর্থ ধাপে দেশজুড়ে ৫০টি মডেল মাদ্রাসা ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘দেশের মানুষ আলেম, ওলামা, খতিব এবং ইমামদের শ্রদ্ধা করে। তাই, আপনাদের কথাবার্তা বা আলাপ-আলোচনা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ।’

‘আপনারা যদি মসজিদে বয়ানের সময় নারীর প্রতি সহিংসতা, জঙ্গিবাদ, গুজব, গৃহকর্মীদের প্রতি অমানবিক আচরণ এবং দুর্নীতির বিরুদ্ধে বেশি বেশি আলোচনা করেন, জনগণ তা গ্রহণ করবে।’ বিশেষ করে জুমার নামাজের আগে খুতবায় এসব বিষয় আলোচনার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী আলেমদেরকে ইসলামের মর্মবাণী প্রচারের আহ্বান জানান। পাশাপাশি তিনি আলেম ও ওলামাসহ সকল ধর্মপ্রাণ মানুষকে সতর্ক থাকার আহ্বানও জানান।

ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদে লিপ্ত কিছু লোক এই শান্তির ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তারা ভুল পথ নিয়েছে। আমাদের সবাইকে এ বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হবে।

এ আগে এদিন চতুর্থ ধাপে সারাদেশের আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন সরকারপ্রধান। এ নিয়ে প্রধানমন্ত্রী এ পর্যন্ত সারা দেশে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫৬৪টির মধ্যে ২০০টি মসজিদ উদ্বোধন করলেন।

আইকে