ঢাকা শনিবার, ২৭শে ডিসেম্বর ২০২৫, ১৩ই পৌষ ১৪৩২


শেখ হাসিনাকে ইরানের প্রেসিডেন্টের ফোন


১৮ এপ্রিল ২০২৩ ০৩:৪২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে ইরানি প্রেসিডেন্ট ফোন করেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

ফোনালাপে দুই নেতা কুশল বিনিময়ের পাশাপাশি দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলাপ করেন।

আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানান ইরানের প্রেসিডেন্ট।

এ সময় বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানানোর জন্য ইরা‌নের প্রেসিডেন্টকে ধন‌্যবাদ জানান প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি ইরা‌নের প্রেসি‌ডেন্ট এবং দেশ‌টির জনগণ‌কে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান।

ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন, আল-আকসা মসজিদের অপবিত্রতা এবং ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলার নিন্দা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, বাংলাদেশ সরকার ইসরায়েলি বাহিনীর এই ধরনের বেআইনি কাজের নিন্দা করেছে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের আর্থিক সহায়তা হ্রাস সত্ত্বেও পাঁচ বছরেরও বেশি সময় ধরে রোহিঙ্গা শরণার্থীদের প্রতি প্রসারিত মানবিক আচরণ সম্পর্কে রাইসিকে অবহিত করেন।

ইরানের প্রেসিডেন্টকে সুবিধামতো বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী এবং ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান।

আইকে