ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


সেনা সমর্থিত সরকার বা সেনা শাসনামলে দেশে অগ্রগতি হয়নি: প্রধানমন্ত্রী


১৭ এপ্রিল ২০২৩ ০৩:৩৮

সেনা শাসন অথবা সেনা সমর্থিত সরকারের সময় দেশের অগ্রগতি সাধিত হয়নি, জনগণকে এটা বুঝতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়ন রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমেই হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (১৬ এপ্রিল) সকালে গণভবনে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের অষ্টম সভা শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সঠিক রাজনৈতিক সিদ্ধান্তের কারণেই বাংলাদেশের অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। স্মার্ট বাংলাদেশ নির্মাণে বাংলাদেশের সকল ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, তাদের বৈরী মনোভাব ও বাধা মোকাবিলা করেই দেশের অগ্রগতি করতে হবে। সকল জনগোষ্ঠিকে সম্পৃক্ত করেই ধাপে ধাপে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইকে