ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


গ্রহণযোগ্য প্রার্থীকেই মনোনয়ন দিয়েছি : কাদের


১৬ এপ্রিল ২০২৩ ০৭:৪৯

পাঁচটি সিটি করপোরেশনে মধ্য থেকে গ্রহণযোগ্য প্রার্থীকেই আমরা মনোনয়ন দিয়েছি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রতিটি সিটি করপোরেশনে একাধিক প্রার্থী ছিল। অনেকেই মনোনয়ন চেয়েছেন। কিন্তু সবাইকে তো আমরা মনোনয়ন দিতে পারব না। সবকিছু চিন্তা-ভাবনা করেই আমাদের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত নিয়েছে। যোগ্যতা বিবেচনায় মনোনয়ন দেওয়া হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রাজশাহীতে খায়রুজ্জামান লিটন, খুলনায় তালুকদার আব্দুল খালেক, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ ও গাজীপুরে আজমত উল্লাহ খান।

অন্যদিকে মনোনয়ন চেয়েও পাননি বরিশালের বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং গাজীপুরের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম।

আইকে