ঢাকা বুধবার, ৯ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


চিকিৎসক-নার্সদের একটি পদও শূন্য থাকবে না, শিগগির নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী


১৫ এপ্রিল ২০২৩ ০৫:০১

শিগগির দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও নার্সদের শূন্য পদে নিয়োগ দিয়ে পদগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘যেসব চিকিৎসক ও নার্সের নানা জটিলতায় পদোন্নতি হচ্ছিল না, দ্রুতই প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে তাদের পদোন্নতি দেওয়া হবে। এছাড়া শূন্য পদে নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে। একটি পদও আর শূন্য থাকবে না।’

শুক্রবার বিকালে মানিকগঞ্জের গড়পাড়ার শুভ্র সেন্টারে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে ৩০ হাজার চিকিৎসকের মধ্যে আমার সময়ই ১৫ হাজার নিয়োগ দেওয়া হয়েছে। আর আগে নার্সের সংখ্যা ছিল ১৮ হাজার, বর্তমানে ৪৫ হাজার।’

জাহিদ মালেক বলেন, ‘এক সময় কিডনি ও ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য ঢাকায় যেতে হতো। এখন আটটি বিভাগে কিডনি, ক্যানসার ও হৃদরোগের প্রায় চার হাজার শয্যার চিকিৎসাকেন্দ্র করা হচ্ছে। এগুলো নির্মাণাধীন, কাজও শেষের দিকে।’

আইকে