নবাবপুরে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানোদের বিলাপ, সহায়তার আশ্বাস মেয়রের

রাজধানীর নবাবপুরে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন। পুড়ে যাওয়া গোডাউন ও বাসার দিকে তাকিয়ে কেউ কেউ বিলাপ করছেন।
এদিকে শুক্রবার জুমার নামাজের পর ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দিয়ে তাদের পুনর্বাসনে সহায়তা করার আশ্বাস দেন।
মেয়রের সঙ্গে নবাবপুর ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার মইনুর রহমান জুয়েল, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মামুনসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, ব্যবসায়ীদের সহায়তা করার জন্য পর্যাপ্ত ফান্ড গঠন করা হয়েছে। ওই ফান্ড থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক সহায়তা করা হবে।
এদিকে মেয়র আসার কথা শুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভাড়াটিয়ারা জড়ো হয়েছেন। কেউ কেউ বিলাপ করে কান্না করছেন আবার কেউ দোকানের ভেতর থেকে কিছু উদ্ধার করা যায় কিনা- সেই চেষ্টা করছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত দশটার দিকে নবাবপুরের মদিনা আরজু টাওয়ারের অপর পাশে ভাই ভাই গলিতে কয়েকটি টিনশেডের দোতলা ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় রাত পৌনে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসকর্মীরা। অগ্নিকাণ্ডে একটি বেকারিসহ কয়েকটি গোডাউন ও আবাসিক মেচ বাসা পুড়ে গেছে। এতে অল্পের জন্য আশপাশের কয়েকটি মার্কেট আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আইকে