আওয়ামী লীগের ভয় নেই, দেশের মানুষ অনেক সেয়ানা : পররাষ্ট্রমন্ত্রী

দেশের মানুষ অনেক সেয়ানা তাই আওয়ামী লীগের কোনো ভয় নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, জনগণ সব বোঝে, তারা ভুল করে না। গত ১৪ বছরে বাংলাদেশের যে অভাবনীয় সাফল্য ও উন্নয়ন হয়েছে সে জন্যই জনগণ আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করবে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকালে সিলেট জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ড. আব্দুল মোমেন বলেন, নতুন বছরের প্রত্যাশা হচ্ছে, সবার মধ্যে সহিষ্ণুতা, সম্প্রীতি ও সম্মানবোধ জাগ্রত হোক। ধর্ম-বর্ণ গোষ্ঠীর সংমিশ্রণে একটি স্বতন্ত্র অসাম্প্রদায়িক উন্নত বাংলাদেশ গড়ে উঠুক।
আইকে